ট্রেনের ধাক্কায় বধির মহিলার মৃত্যু

০৮ মার্চ ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজেদা বেগম নামের এক শ্রবণ প্রতিবন্ধি (বধির) মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৫টার পরে বেজপাড়া এলাকায় রাজশাহী-ঢাকা রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তিনি বেজপাড়া গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।

এলাকাবাসী জানায়, রেলপথটি পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঢাকার দিকে যাওয়া বনলতা এক্সপ্রেসের সঙ্গে তার ধাক্কা লাগে। অজেদা বেগম তাদের পাশের গ্রাম প্রভাকরপাড়ায় গিয়েছিলেন মেয়ের বাড়িতে। প্রভাকরপাড়া আর বেজপাড়ার মধ্যে দিয়েই গেছে রেলপথ। তার বয়স ৫০-এর কম হবে না। দুর্ঘটনার পর মৃতদেহ বাড়ি নিয়ে গেছে স্বজনরা।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর