খেতাব কেড়ে  জিয়ার অবদানকে খাটো করা যাবে না

২৬ ফেব্রুয়ারী ২০২১

বীর উত্তম খেতাব কেড়ে নিয়ে জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করতে পারবে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের ব্রিফিংকালে এই মন্তব্য করেন। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরামাত্র বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

 

বিএনপির মহাসচিব বলেন, জামুকার সিদ্ধান্ত কখনোই দেশের মানুষ মেনে নেবে না।  এই খেতাব জিয়াউর রহমান অর্জন করেছেন, এটা কারও দয়ায় পাওয়া নয়। যুদ্ধ করেছেন উনি এবং সেটা উনি পেয়েছেন।  সুতরাং এটা নিয়ে জিয়াউর রহমানের কোনও রকমের কোনো ক্ষতি করতে পারবে না তারা ।

 

প্রসঙ্গত. গত ৩০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সেখানে ফারার পার্ক হসপিটালে তার চিকিৎসা হয়। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। এর চিকিৎসা বাংলাদেশে না থাকায় প্রতিবছরই ফলোআপ করাতে সিঙ্গাপুর যেতে হয় তাকে । 

 

এমকে


মন্তব্য
জেলার খবর