মন্তব্য
জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে পালিয়ে যাওয়া তরুণী শামীমা বেগমকে সিরিয়া থেকে যুক্তরাজ্যে ফেরার সুযোগ দেয়া হবে না বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
২০১৯ সালে যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে শামীমার নাগরিকত্ব বাতিল করেন। ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তরাজ্যে ফিরতে চেয়েছিলেন শামীমা।
কিন্তু এক সর্বসম্মত রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, তাকে যুক্তরাজ্যে ফিরতে না দিয়ে সরকার শামীমা বেগমের অধিকার লংঘন করেনি। বর্তমানে ২১ বছর বয়স্ক শামীমা বেগম উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন।
বিবিসি