মৃত্যুর জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি

২৭ ফেব্রুয়ারী ২০২১

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ও ইউনিভার্সিটি অব বার্মিংহ্যামের প্রকাশিত একটি নতুন গবেষণাপত্র অনুযায়ী, জীবাশ্ম জ্বালানির কারণে অনেক বেশি সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে।

এনভায়রনমেন্টাল রিসার্চ নামক জার্নালে প্রকাশিত তাদের গবেষণায় দেখা গেছে, ২০১৮ সালে জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট পরিবেশ দূষণের ফলে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ৮৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে, যা ওই বছর বিশ্বের মোট মৃত্যুর প্রায় পাঁচ ভাগের এক ভাগ। এই মৃত্যু সংখ্যা আগে যা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ (জিবিডি)’ নামের এক গবেষণায় দেখা গেছে, ২০১৫ সালে বায়ু দূষণ সংক্রান্ত কারণে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছিল ৪২ লাখ মানুষের। জিবিডি গবেষণায় শুধু জীবাশ্ম জ্বালানিই নয়, বরং ধূলা, জৈব বস্তু, রান্নার জ্বালানি প্রভৃতিও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

 দ্য ইকোনমিস্ট


মন্তব্য
জেলার খবর