মন্তব্য
দেশের শেয়ার বাজারে অব্যাহত দরপতন ঠেকাতে সার্কিট ব্রেকার আরোপ করার সিদ্ধান্ত হয়েছে। এতে সর্বোচ্চ ২ শতাংশ কমতে পারবে শেয়ারদর। বুধবার (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বিএসইসির কমিশনার জানান, শেয়ারবাজারে স্ট্যাবলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে ইতোমধ্যেই আইসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা এটা নিয়ে কাজও শুরু করেছে। লেনদেনের গতি বাড়াতে ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কমিশন টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা চালুর আগে টি+১ সেটেলমেন্ট বাজারে ইতিবাচক প্রভাব ফেলে কি-না, যাচাই করা হবে।
এমকে