ফুলে গেছেন প্রিয়াঙ্কা!

২৭ ফেব্রুয়ারী ২০২১

এবার  বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সবুজ রঙের বল ড্রেস নিয়ে সমালোচনা নয়, নেটিজেনরা খুঁজে নিয়েছেন মজার বিষয়।

ছবিতে দেখা গেছে, পায়ে উঁচু হিল জুতা। মাথায় টপ-নট। কিন্তু শর্ট ড্রেসটা পুরো বেলুনের মতো ফুলে রয়েছে।

আজব এই পোশাক দেখেই মিম-স্রষ্টারা নিজেদের সৃষ্টিশীলতা ফুটিয়ে তুললেন বিভিন্নভাবে। একের পর এক মজাদার মিম নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।


মন্তব্য
জেলার খবর