একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২২

২৭ ফেব্রুয়ারী ২০২১

একদিনে দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ জন। আহত হয়েছেন ৪০জনের কাছাকাছি। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেটের দক্ষিণ সুরমায়, নিহত হয়েছেন ১১জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি জেলাগুলো হচ্ছে- বগুড়া, ময়মনসিংহ, বরিশাল ও ঝিনাইদহ।

 

দক্ষিণ সুরমার রশিদপুরে সিলেট-ঢাকা মহাসড়কে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়। দুর্ঘটনার সময় লন্ডন এক্সপ্রেসের বাসটি রাস্তার ভুল দিকে সরে এসেছিল। বগুড়ায় বাসের ধাক্কায়  চালকসহ সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জেলায় অপর দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় চালকসহ অটোরিকশার  দুই যাত্রী নিহত হয়েছেন। দুপচাঁচিয়া উপজেলার তিষীগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের ধোবাউড়ার মেকিয়ারকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  অন্যদিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতুতে বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী  নিহত হয়েছেন।  ঝিনাইদহের কালিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। কালিগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর