মঙ্গলবার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। এতে আগের দিনের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে। বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদরও। অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান ঘটেছে। লেনদেন ও শেয়ারদরের পরিস্থিতি ডিএসইর মতোই ছিল।
ডিএসইর সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স ১৭ দশমিক ৭৭ পয়েন্ট ও ডিএসইএস ৪ দশমিক ৬৭ পয়েন্ট বাড়লেও বাকি ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৩১ পয়েন্ট কমেছে। লেনদেন শেষে ডিএসইএক্স ৬ হাজার ৪৭৪ দশমিক ২৮,ডিএসইএস এক হাজার ৩৯৯ দশমিক ০৭ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৩৭৪ দশমিক ০৭ পয়েন্টে দাঁড়ায়।
৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১১৬টির এবং বাকি ৪৫টির অপরিবর্তিত ছিল। লেনদেন বেড়েছে প্রায় ৬ কোটি টাকা, লেনদেন হয় ৭৪৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪০ কোটি ২৬ লাখ টাকা।
মঙ্গলবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, ৫৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে নাম লিখিয়েছে বিডি থাই ফুড লিমিটেড।
অন্যদিকে সিএসইর দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ১৮ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪১৪ দশমিক ১৮ পয়েন্টে ও সিএএসপিআই ২৮ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। ২৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১১৬টির এবং ২১টির দর অপরিবর্তিত ছিল।
এমকে