সূচকের মিশ্র প্রবণতা,বেড়েছে লেনদেন

০৯ মার্চ ২০২২

মঙ্গলবার (৮ মার্চ)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। এতে আগের দিনের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে। বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদরও। অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান ঘটেছে। লেনদেন ও শেয়ারদরের পরিস্থিতি ডিএসইর মতোই ছিল।

ডিএসইর সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স ১৭ দশমিক ৭৭ পয়েন্ট ও ডিএসইএস ৪ দশমিক ৬৭ পয়েন্ট বাড়লেও বাকি ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৩১ পয়েন্ট কমেছে। লেনদেন শেষে ডিএসইএক্স  ৬ হাজার ৪৭৪ দশমিক ২৮,ডিএসইএস এক হাজার ৩৯৯ দশমিক ০৭ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৩৭৪ দশমিক ০৭ পয়েন্টে দাঁড়ায়।

৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১১৬টির  এবং বাকি ৪৫টির অপরিবর্তিত ছিল। লেনদেন বেড়েছে প্রায় ৬ কোটি টাকা, লেনদেন হয় ৭৪৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪০ কোটি ২৬ লাখ টাকা।

মঙ্গলবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে  শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, ৫৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে নাম লিখিয়েছে বিডি থাই ফুড লিমিটেড।

অন্যদিকে সিএসইর দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ১৮ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪১৪ দশমিক ১৮ পয়েন্টে ও সিএএসপিআই ২৮ দশমিক ৯০ পয়েন্ট  বেড়ে ১৯ হাজার ১৮ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। ২৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১১৬টির এবং ২১টির দর অপরিবর্তিত ছিল।

এমকে


মন্তব্য
জেলার খবর