আরও বেড়েছে চালের দাম

২৭ ফেব্রুয়ারী ২০২১

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে চালের দাম আরও বেড়েছে। ৬৪ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। গত সপ্তাহে কেজিতে যে চালের দাম ছিল ৫৮ টাকা, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সেই চাল বিক্রি হয়েছে ৬০ টাকায় । বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ার আগে চালের দাম কমার সম্ভাবনা খুব একটা নেই বলেই মনে করছেন ব্যবসায়ীরা।

 

ব্যবসায়ীরা বলছেন,  মোকামেই  চালের দাম বাড়তি। তাই খুচরা বাজারে চালের দাম কমছে না। বেশ কিছুদিন ধরেই  দাম বাড়ছে। টিসিবি’র হিসাবে গত বছর এই সময়ে  যে চালর দাম ছিল প্রতিকেজি ৫০ টাকা, এখন সেই চালের দাম ৬০ টাকা। বছরের ব্যবধানে চিকন চালে ১৩ শতাংশ, মাঝারি চালে ১৭ শতাংশ এবং মোটা চালে ৩৭ শতাংশ দাম বেড়েছে । ব্যবসায়ীরা বলছেন, মোটা চাল ৪৮-৫০ টাকা, মাঝারি ধরনের চাল ৫৮-৬০ টাকা এবং চিকন চাল ৬৫-৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখন। কয়েক মাস ধরে চালের বাজার দর লাগামহীন থাকায়  অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর