অন্যায়, অনিয়ম এবং বেআইনি কার্যকলাপকে বন্ধ না করে উল্টো প্রশ্রয় দিয়ে সরকার রাষ্ট্রের বৈধতা প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি আসম আবদুর রব। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম জিকুর মৃত্যুবার্ষিকীর আলোচনায় সভায় এই মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়।
আসম আবদুর রব বলেন, রাষ্ট্র নির্মিত হয়েছে আইনের মাধ্যমে দেশ পরিচালিত হবে বলে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, সবার ক্ষেত্রেই আইন সমভাবে প্রযোজ্য হবে। কিন্তু সরকার তার অবৈধ ক্ষমতাকে সংহত করার জন্য রাষ্ট্রের অভ্যন্তরের সব অন্যায়, অবৈধ এবং বেআইনি কার্যক্রমকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন- রাষ্ট্র নিজেই বেআইনি কাজের উৎসে পরিণত হয়ে রাষ্ট্রীয় স্পর্শকাতর প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানকে নৈতিক ও কাঠামোগতভাবে দুর্বল করে দিচ্ছে। এভাবে চলতে থাকা রাষ্ট্র বেশিদিন টিকতে পারে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে অপসারণ করা ছাড়া ধ্বংসাত্মক রাষ্ট্র মেরামতের আর কোনও বিকল্প নেই।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান। বক্তব্য দেন— জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমূখ।
এমকে