চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়ালেন বুমরাহ

২৭ ফেব্রুয়ারী ২০২১

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন ভারতের অন্যতম পেসার জসপ্রিত বুমরাহ। শেষ টেস্টে দলে না রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুরোধ জানিয়েছিলেন বুমরাহ। তার অনুরোধ রেখেছে বোর্ড। শনিবার এক বিবৃতিতে বিসিসিআই এ তথ্য জানায়।

বিসিসিআই জানায়, ‘ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে খেলতে চাননি বুমরাহ। এজন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেন বুমরাহ। সেই আবেদন মেনে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ফলে চতুর্থ টেস্টে দলে থাকছেন না বুমরাহ। তবে বুমরাহর পরিবর্তে কাউকে দলে নেয়া হচ্ছে না।’

ঐ টেস্টের প্রথম ইনিংসে ৬ ওভার বল করে কোন উইকেট পাননি বুমরাহ। দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ হয়নি তার। প্রথম টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন বুমরাহ।


মন্তব্য
জেলার খবর