বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ম আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে অনুষ্টিত হয় ভারত-ইংল্যান্ড টেস্ট। মাত্র ১২ ঘন্টায় আহমেদাবাদ ম্যাচ শেষ হয়। প্রথম দিনই ১৩ উইকেটের পতন ঘটে। এরপর এ ভেন্যু নিয়ে শুরু হয় বিতর্ক।
এবার ভারত-ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট নিয়ে বির্তক শুরু হয়েছে। তবে সেই সব আলোচনায় গা না ভাসিয়ে, সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট নিয়ে মনোযোগি হতে চান ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড।
তিনি জানিয়েছেন, পিচ নিয়ে সকল আলোচনা থেকে দূরে থাকতে চান। সিরিজের চতুর্থ টেস্ট নিয়ে সকল মনোযোগ দলের। চতুর্থ টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করাই প্রধান লক্ষ্য তাদের।
আহমেদাবাদ টেস্টে দাপট দেখিয়েছে স্পিনাররা। প্রথম দিনই ১৩ উইকেটের পতন ঘটে। এরমধ্যে ২টি উইকেট নেন পেসাররা। পরের দিন, পতন হওয়া ১৭ উইকেটই নিয়েছেন স্পিনাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষ সেশনে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া।