মন্তব্য
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে এ পর্যন্ত অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। দুর্বিসহ জীবনযাপন করছে সেখানকার মানুষ। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে তাদের। চারিদিকে গুলির শব্দ। বাতাসে বারুদের গন্ধ। প্রাণ বাঁচাতে নিজ বসত-ভিটা ছেড়ে পালাচ্ছে মানুষ।
ইউক্রেনে যুদ্ধের হাত থেকে বাঁচতে সেদেশ ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন দুই মিলিয়ন বা ২০ লক্ষ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনরা ফিলিপো গ্রান্ডি এ কথা জানিয়েছেন।
এর আগে গ্রান্ডি ইউক্রেনের পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দ্রুত-বাড়তে থাকাশরণার্থী সঙ্কট বলে আখ্যায়িত করেছিলেন।
সূত্র : বিবিসি