মন্তব্য
নিরাপত্তাহীনতায় ভুগছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, তাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে উত্তরায় তাকে গাড়িচাপা দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ তার।
এর আগের দিন রাতেও উত্তরায় জসীমউদ্দীন রোডে রং সাইড থেকে তার গাড়ির দিকে দ্রুতগতিতে ছুটে আসে কালো গ্লাসের নম্বরপ্লেটবিহীন একটি গাড়ি।
নিজের আত্মরক্ষায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এ নায়িকা। যার নম্বর ১৯১৭। গত শুক্রবার রাতেই থানায় হাজির হয়ে জিডিটি করেন তিনি। এ সময় তার সঙ্গে ছোট ভাই ও বাবা ছিলেন।