রাশিয়া থেকে তেল কিনবে না শেল

০৯ মার্চ ২০২২

রাশিয়া থেকে অপরিশোধিত তেল না কেনার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহৎ তেল কোম্পানি শেল। শেল বলছে, গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি তেলের একটি চালান কেনার জন্য তারা দুঃখিত।

 

এক বিবৃতিতে শেল বলেছে, রুশ অশোধিত তেল কেনার সিদ্ধান্তটি ভুল ছিল।

 

কোম্পানিটি আরো বলছে, তারা রুশ তেল কেনা অবিলম্বে বন্ধ করবে এবং রাশিয়ায় তাদের সার্ভিস স্টেশন ও বিমানের জ্বালানি এবং লুব্রিক্যান্টস সংক্রান্ত কার্যক্রমও থামিয়ে দেবে। রাশিয়ার সাথে অন্যান্য যোগাযোগও পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর