মন্তব্য
৩৪ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে উত্তর কোরিয়া থেকে দেশে ফিরেছেন আট রুশ দূতাবাস কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা। ওই কর্মীরা পিয়ংইয়ংয়ে রুশ দূতাবাসে কর্মরত ছিলেন।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সামাজিক মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এক দূতাবাস কর্মী তার পরিবারের সদস্যদের নিয়ে একটি রেল লাইন ধরে হেঁটে আসছেন। সে সময় তিনি এবং তার পরিবারের সদস্যরা ব্যাগবোঝাই একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছিলেন।