কষ্ট পাচ্ছেন মাহিয়া মাহি

২৮ ফেব্রুয়ারী ২০২১

‘দেখে খুব কষ্ট হয়েছে আমার। অনেক পছন্দের মানুষরাও এর মধ্যে আছেন। হয়তো টিআরপিতে কিছুদিনের জন্য আপনারা এগিয়ে থাকবেন কিন্তু পরিবারের অন্য সব সদস্যদের চোখে আপনি থাকবেন আজীবন তালিকাভুক্ত। ঘৃণিত একজন টিআরপি লোভি’- এভাবেই এক স্ট্যাটাসে নিজের মনের কষ্টের কথা তুলে ধরেছেন ঢাকাই সিনেমায় বর্তমান প্রজন্মের সেরা নায়িকাদের একজন মাহিয়া মাহি।

সর্বশেষ এক স্ট্যাটাসে তিনি অস্পষ্ট ইঙ্গিতে একটি গঠনমূলক আলোচনা তুলে ধরেছেন। যেখানে মাহি দাবি করেন, তারকালোকে পরিবারের সদস্যরাই অন্য সদস্যদের ছোট করছেন, সমালোচনা করছেন। যার ফলে সাধারণ মানুষের কাছে এই আকর্ষণীয় দুনিয়ার মানুষেরা আকর্ষণ হারাচ্ছেন, সম্মান হারাচ্ছেন।


মন্তব্য
জেলার খবর