মন্তব্য
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠানটির আমন্ত্রণপত্র গ্রহণ করেন আওয়ামী লীগ নেতা এবিএম রিয়াজুল কবির কাউসার। আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বিএনপি নেতা বিজন কান্তি সরকার এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আগামী ১ মার্চ ঢাকায় হোটেল লেকশোরে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীকে দাওয়াত কার্ড দেওয়া হয়েছে।
এমকে