প্রকৃত সত্য সবাইকে উৎঘাটিত করতে হবে

২৮ ফেব্রুয়ারী ২০২১

কাউকেই খাটো করার কোনও ইচ্ছা তাদের নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছেন, স্বাধীনতার ব্যাপারে প্রকৃত সত্য সবাইকে উৎঘাটিত করতে হবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন।গুলশানে হোটেল লেকশোরে দলীয়ভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে দলটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটি। সভায় সভাপতিত্ব করেন মিডিয়া কমিটির আহবায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

 

মির্জা ফখরুল বলেন, আমরা শুধু ৭ মার্চ নয়, ২ মার্চ, ৩ মার্চও পালন করছি। ২ মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন আ স ম আবদুর রব। ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ। এটা ইতিহাস,এটাকে অস্বীকার করব কী করে? ঠিক একইভাবে ৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণ অবশ্যই ইতিহাস। অবশ্যই তার সম্মান, তার মর্যাদা তাকে দিতে হবে। তার অর্থ এই নয় - ৭ মার্চ আপনি যখন পালন করবেন, তখন এই কথা বলবেন ৭ মার্চের ডাকে স্বাধীনতা হয়ে গিয়েছিল। সেটা আলোচনার মধ্যে আসবে, ইতিহাস থেকে আসবে, ইতিহাসের সমস্ত বই থেকে আসবে।  

 

এমকে


মন্তব্য