নড়াইল সংবাদদাতা
খুলনা বিভাগে একমাত্র নারী হিসেবে নড়াইল পৌরসভায় দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিনি ও নবনির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেন। এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ পাঠ করেন। ৩০ জানুয়ারি এই পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হন আঞ্জুমান আরা। তিনি নড়াইল পৌরসভায়ও মেয়র হিসেবে প্রথম নারী, বিষয়টি জানিয়েছে পৌর পরিষদ সূত্র।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র রেজাউল বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, গোলাম মোর্ত্তজা স্বপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু প্রমূখ।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আঞ্জুমান আরা বলেন, পৌরবাসীকে যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করব। কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এফকে/এমকে