মোরগের ছুরিকাঘাতে মৃত্যু

০১ মার্চ ২০২১

ভারতের তেলেঙ্গনা রাজ্যে  লথুনুর গ্রামে মোরগলড়াইয়ে  প্রাণ গেল এক মালিকের। চলতি সপ্তাহের শুরু দিকে লড়াইয়ের জন্য মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি।  

পুলিশ জানিয়েছে, লড়াইয়ের জন্য ‘ঘাতক’ মোরগটিকে প্রস্তুত করছিলেন মালিক। কিন্তু হঠাৎ মোরগটি পালানোর চেষ্টা করে। এসময় এটিকে ধরতে যান মালিক।

কিন্তু অসাবধানতাবসত মোরগের পায়ে বাঁধা ৭ সেন্টিমিটারের ( ৩ ইঞ্চি) ধারালো ছুরিতে আঘাত পান মালিক। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বিবিসি


মন্তব্য
জেলার খবর