ইউরোপীয় ইউনিয়নের নেতারা আপাতত কয়েক মাসের মধ্যে করোনাভাইরাস ভ্যাকসিন সার্টিফিকেট প্রস্তুত করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। গ্রীষ্মকালে ছুটির মৌসুমের আগেই সেই ‘ডিজিটাল গ্রিন পাসপোর্ট’ প্রস্তুত করে যতটা সম্ভব পর্যটনের সুযোগ করে দিতে চান তারা।
অর্থাৎ ইইউ দেশগুলির যেসব মানুষ টিকার সব ডোজ পেয়েছেন, তাদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব হবে। কিন্তু টিকা পেলেই যে অন্যদের সংক্রমণের আশঙ্কা দূর হবে, সবক্ষেত্রে এখনো এমন প্রমাণ না পাওয়ায় সেই সার্টিফিকেটের উপযোগিতা নিয়ে মতভেদ রয়েছে।
ফলে প্রত্যেক দেশ এ ক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নেবে। ইউরোপের দক্ষিণের দেশগুলি বিপর্যস্ত পর্যটন ক্ষেত্রকে চাঙা করতে উদার নীতি গ্রহণ করবে বলে ধরে নেয়া হচ্ছে। একাধিক দেশ সেই লক্ষ্যে ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে।
ডয়চে ভেলে