মন্তব্য
রোমানিয়া থেকে বাংলাদেশে ফিরে এসেছেন ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ জন নাবিক। বুধবার বেলা সোয়া বারোটাটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে ফিরে আসেন বলে জানিয়েছেন জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল।
রবিউল আউয়াল বলছেন, ইউক্রেন থেকে রোমানিয়ায় যাওয়ার পর সেখানে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে হোটেলে ছিলাম। সেখান থেকে আমরা সবাই নিরাপদে বাংলাদেশে চলে আসতে পেরেছি।
ইউক্রেনে রাশিয়া হামলা করার পর সেদেশের অলভিয়া বিমানবন্দরে আটকে পড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধি। ৩ মার্চ সেই জাহাজে রকেট হামলায় একজন নাবিক নিহত হন। পরবর্তীতে জাহাদের বাকি নাবিকদের স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় সরিয়ে নেওয়া হয়।
সূত্র: বিবিসি