মন্তব্য
নায়িকা দীঘি এবার জুটি বাঁধছেন ‘স্বপ্নজাল’র নায়ক ইয়াশ রোহানের সঙ্গে।
ইয়াশ-দীঘির জুটি দেখা যাবে নতুন একটি ওয়েব ফিল্মে। এর নাম ‘শেষ চিঠি’। পরিচালনা করতে যাচ্ছেন সুমন ধর।
গত সপ্তাহে ইয়াশ-দীঘিকে ওয়েব ফিল্মটির জন্য চুক্তিবদ্ধ করিয়েছেন পরিচালক। যেখানে আরও এক চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম।