মন্তব্য
অবশেষে পাওয়া গেল লেডি গাগার ছিনতাই হওয়া কুকুর দুইটি। লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের অলিম্পিক কমিউনিটি পুলিশ স্টেশন থেকে শুক্রবার সন্ধ্যায় এই কুকুর দুইটি উদ্ধার করে।
এক নাম না জানা নারী এসে কুকুর দুইটিকে ফেরত দিয়ে যান। কজি এবং গুস্তাভ নামের কুকুর দুইটি এখন বহাল তবিয়তে আছে।
কুকুর হারিয়ে তিনি ঘোষণা করেছিলেন ৫ লাখ ডলার পুরস্কার বা ৪ কোটিরও বেশি টাকা।
এপি