মন্তব্য
মা অমৃতা সিং এর সঙ্গে বিশেষ সময় কাটাচ্ছেন বলিউড তারকা সারাহ আলী খান। ঘুরছেন রাজস্থানের একাধিক জায়গা। সম্প্রতি আজমির শরীফ দরগায় পৌঁছান দু'জন। অপূর্ব সুন্দর পোশাকে দেখা যায় দু'জনকেই। কোভিড পরিস্থিতিতে দু’জনের মুখেই মাস্ক দেখা যায়।
নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তিনটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। যার একটিতে সারা ও অমৃতার পাশে স্বপ্না সিংকেও দেখা যায়। এখানেই শেষ নয়, মায়ের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্তে অভিনেত্রী ডায়েটও করছেন না বলে জানা গিয়েছে। আজমির শরীফে গিয়ে লাস্যিতে মজেছেন তিনি। ছবি দিয়েছেন ইনস্টা স্টোরিতেও। লিখেছেন, নো ডায়েট।