আমার চিরন্তন ক্রাশ শাহিদ কাপুর : শ্রাবন্তী

০১ মার্চ ২০২১

বৃহস্পতিবার শাহিদের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান শ্রাবন্তী। এদিন টুইটারে শ্রাবন্তী শাহিদের একটি ছবি পোস্ট করে লেখেন, শুভ জন্মদিন আমার চিরন্তন ক্রাশ শাহিদ কাপুর, অনেক ভালোবাসা। 

শ্রাবন্তীর এই শুভেচ্ছা নজর এড়ায়নি শাহিদ কাপুরের। পোস্টের উত্তরে তাকে ধন্যবাদ জানিয়েছেন নায়ক। সঙ্গে দুটো হার্টের ইমোজি জুড়ে দিয়েছেন শাহিদ। আর এতে খুশিতে রীতিমত উড়ছেন শ্রাবন্তী।


মন্তব্য
জেলার খবর