মন্তব্য
মিয়ানমারের ক্ষমতাগ্রহণকারী সামরিক সরকারকে বিরুদ্ধে কথা নিজেদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ক্যাও মোয়ে তুন তার আবেগী ভাষণে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সেনাদের সহযোগিতা করা উচিত হবে না।
রাষ্ট্রদূত তুন কয়েক দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন। তার ভাষায়, অবর্ণনীয় ও সহিংস পন্থায় জাতিগোষ্ঠী সংখ্যালঘুর বিরুদ্ধে হামলা চালিয়েছে তারা, যা মানবতা ও যুদ্ধাপরাধের শামিল।