মন্তব্য
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে করিমা বেগম (৩০) নামের এক পাথর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি এলাকার একটি গম ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
করিমা বেগম অমরখানা এলাকার সোলেমান আলীর মেয়ে, স্বামী পরিত্যক্তা ছিলেন। তার দুই ছেলে এক মেয়েও রয়েছে। ভজনপুরে পাথরের কাজ করতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় বাসিন্দা রশিদের স্ত্রী পেঁয়াজের ঢেপ আনতে গিয়ে মরদেহটি দেখতে পায়। এরপরই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পাশে পড়ে থাকা ব্যাগে ছিল ফুলকপি ও শিম।
পঞ্চগড় সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো.সম্রাট হোসাইন/এমকে