বন্ধ পাটকল চালুর নীতিতে প্রধানমন্ত্রীর সায়

০১ মার্চ ২০২১

লিজের মাধ্যমে, বেসরকারি ব্যবস্থাপনায় বন্ধ ঘোষিত পাটকলগুলো চালুর মৌলনীতিতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে এই বৈঠক হয়।

 

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মুজিবুল হক। অংশ নেন কমিটির সদস্য- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মো. নজরুল ইসলাম চৌধুরী ও শামসুন নাহার। প্রসঙ্গত, কমিটির আগের বৈঠকে বন্ধ হওয়া পাটকলগুলো পুনরায় চালুর সুপারিশ করা হয়। এই সুপারিশের অগ্রগতি সম্পর্কে কমিটিকে এই তথ্য জানায় মন্ত্রণালয়।বলা হয়- বন্ধ মিল চালুর জন্য লিজ বা ইজারা দেওয়ার ক্ষেত্রে অনুসরণীয় মৌলনীতি ও কর্মপরিকল্পনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এর কার্যক্রম অব্যাহত রয়েছে। মিলগুলো চালু হলে অবসায়নকৃত শ্রমিকদের মধ্যে অভিজ্ঞ ও দক্ষ শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার সুযোগ পাবেন বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়।

 

এমকে


মন্তব্য
জেলার খবর