নির্বাচন উৎসবমুখর হয়েছে: ইসি সচিব

০১ মার্চ ২০২১

পঞ্চম ধাপে ২৯টি পৌরসভার নির্বাচন এবং চারটি উপজেলা পরিষদের উপনির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে। এমটাই দাবি করেছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খোন্দকার। রোববার (২৮ ফেব্রুয়ারি)  নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন। 

 

হুমায়ুন কবির খোন্দকার বলেন, রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পেয়েছি। তাতে বুঝতে পেরেছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুরে একজনের মৃত্যু প্রসঙ্গে বলেন,  নিঃসন্দেহে কোনও মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। সেখানকার সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে ছোটন নামে এক ব্যক্তি আহত অবস্থায় ছিলেন। হাসপাতালে নেওয়ার পর মারা যান। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। ইসি সচিব  আরও বলেন, মৃত্যুর বিষয়টি, কোনও পুলিশের গুলিতে মারা যায়নি। এই মৃত্যু কীভাবে হয়েছে- রিপোর্ট পেলে বলতে পারবো। আমাদের মূল্যায়নে এখন পর্যন্ত বলতে পারি— ভোট ভালো হয়েছে।

 

ইসি সচিব বলেন, যদি কেউ নির্বাচন প্রত্যাখ্যান করেন, নিতান্তই সেটা তার ইচ্ছে। সেটা করতেই পারেন। অভিযোগ করলে তদন্ত করে দেখবো। তিনি জানান, চারঘাটে ককটেল দুষ্কৃতকারী চার জনকে গ্রেফতার করা হয়েছে। রিটার্নিং অফিসার জানিয়েছেন- সুষ্ঠুভাবে ভোট হয়েছে। প্রতিটি ক্ষেত্রে মাঠে অ্যাকশন ছিল, তাই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সব সময় চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কাছে সহযোগিতা চাইলে কমিশন তা প্রদান করবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর