পঞ্চগড় সংবাদদাতা
কারাবন্দি লেখক মুশতাক আহমেদকে ‘হত্যা’ এবং কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলা ও নেতাকর্মীদের গ্রেফতার করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১ মার্চ) বিকালে জজ কোর্ট সংলগ্ন মহাসড়ক থেকে বের হওয়া মিছিলটি ন্যাশনাল ব্যাংক এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম। অংশ নেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, সহসভাপতি মাহফুজার রহমান, যুগ্ন সম্পাদক খন্দকার আবু সালেক ডাবলু, রাকিব হাসান রুমন, সহসাধারণ সম্পাদক রাকিবুর রহমান, কলেজ সভাপতি হাবিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। মিছিলকালে স্লোগানের মাধ্যমে মুশতাক আহমেদকে ‘হত্যা’ এবং ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
এএন/এমকে