মন্তব্য
নড়াইল সংবাদদাতা
মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে বলে জানিয়েছেন নড়াইলের নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এজন্য স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নড়াইলবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মনোভাব প্রকাশ করেন।
সোমবার (১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এই সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা এস এম ইকবাল হোসেন।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি এই জেলায় যোগদান করেন প্রবীর কুমার রায়। এর আগে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করেন তিনি।
এফকে/এমকে