পঞ্চগড়ে আ.লীগের সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা

০৯ মার্চ ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমিরুল ইসলাম  এবং সাধারণ সম্পাদক হিসেবে কামরুজ্জামান শেখ মিলনের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনে সবার সম্মতিতে এ ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক।

মঙ্গলবার (৮ মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে এ সম্মেলন হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক।

সম্মেলনে উপস্থিত ছিলেন- রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,  আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা ডালিয়া, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মো. সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর