নিজেদের মাঠে আর্সেনালের কাছে হারল লেস্টার সিটি

০১ মার্চ ২০২১

ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। রোববার রাতে  ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

ম্যাচের শুরুটা ভালোভাবে করেছিল স্বাগতিকরা। নিচু শটে জালে বল জড়ান লেস্টার সিটির ইওরি টেলিমানস। তবে বিরতির আগেই সে ব্যবধান দূর করে আর্সেনাল। বিরতিতে যাওয়ার ৬ মিনিট আগে উইলিয়ানের সহায়তায় ডেবিড লুইজের দারুণ হেডে গোলটি করে তারা। এখানেই শেষ নয়, প্রথমার্ধে রেফারির দেওয়ার অতিরিক্ত সময়ের ২য় মিনিটে পেনাল্টি থেকে আলেকজান্দ্রে লাকাজাটের গোলে  আরো ২-১ গোলে এগিয়ে যায় অতিথিরা।

বিরতি থেকে ফিরে গোলের ধারা অব্যাহত রাখে আর্সেনাল। ফেরার ৬ মিনিটের মাথায় আরও একবার লেস্টারের জালে বল জড়ায় সফরকারীরা। ব্যবধান বাড়ে আর্সেনালের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। 

আরআই


মন্তব্য
জেলার খবর