স্বেচ্ছাসেবক লীগ নেতার জমিতে ঠাঁই হচ্ছে ৮ গৃহহীন পরিবারের

০১ মার্চ ২০২১

পঞ্চগড় সংবাদদাতা

ব্যক্তিগতভাবে স্থানীয় ভুমিহীন ও গৃহহীন ৮ পরিবারের আবাসন ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়ের জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হাসনাত মোঃ সাইফুর রহমান। ইতোমধ্যেই তিনি ও তার স্ত্রী মিলে প্রত্যেক পরিবারকে দুই শতক পরিমাণ জমি দান করেছেন।দান করা জমিতে প্রতিটি পরিবারের জন্য শীঘ্রই ২টি বসতঘর, একটি রান্নাঘর এবং নলকুপসহ সৌর বিদ্যুৎতের ব্যবস্থা করে দেওয়া হবে, জমি রেজিস্ট্রি শেষে এই কথা জানিয়েছেন এই দম্পতি।

সোমবার (১ মার্চ) বিকালে রেজিস্ট্রির কাজ শেষে প্রত্যেক পরিবারকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। আবুল হাসনাত মোঃ সাইফুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ৭ মার্চ ঘোষণা দেন- দেশের একটি মানুষও ভূমিহীন বা গৃহহীন থাকবে না। তার এই মহান ব্রতকে সামনে রেখেই সহধর্মীনীর সহায়তায় ধাক্কামারা ইউনিয়নের আরাজী শিকারপুর এলাকায় ৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় সেমিপাকা ঘর ও দুই শতাংশ করে জমি দিয়েছি।

রেজিস্ট্রিকালে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বাবুল খান, কামরুজ্জামান খান রয়েল, যুগ্ন সম্পাদক রাসেদুজ্জামান খান মিঠুন, প্রচার সম্পাদক সাব্বির হোসেন প্রমূখ।

 

এএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর