গায়ক বাঘ ভিটাস

০২ মার্চ ২০২১

সাইবেরিয়ার শহর বার্নাউলে ভিটাস নামের এক বাঘকে দেখতে রোজ দলে দলে ভিড় জমাচ্ছেন মানুষ।  আট মাস বয়সী সেই ব্যাঘ্রশাবককে গর্জন করতে এখনও কেউ শোনেনি।

তবে সেটির গলা থেকে মধুর সুর শুনেছেন অনেকেই। শাবকটি তার মাকে ডাকার সময় অদ্ভুত সুর তোলে। সেই ডাক অনেকটা পাখির কলতানের মতো। আবার কিছুটা বন্য বাঁদরের ডাকের মতোও বটে!

বার্নাউলের-এর দ্যা লেসনায়া স্কাযকা চিড়িয়ারখানাতে এখন প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ভিটাস।  চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটি ছোট থেকেই ওরকম ডাক ছাড়ে। এখন সেই ডাক আগের থেকে অনেকটাই বেড়েছে।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর