টিকা নিলেন সোয়া ৩২ লাখের বেশি মানুষ

০২ মার্চ ২০২১

সারাদেশে ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে জ্বর, গা ব্যথা, গলা ব্যথা, দুর্বলতা, টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া বা লাল হওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৭৫৪ জনের। সোমবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। গত ৭ ফেব্রুয়ারি এই টিকাদান শুরু হয়। শুক্রবার এবং সরকার ঘোষিত ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন আর নারী ১১ লাখ ৪৫ হাজার ৯ জন। বিভাগভিত্তিক ঢাকায় নয় লাখ ৮৪ হাজার ৪৮৮ জন, ময়মনসিংহে এক লাখ ৩৯ হাজার ২৮ জন, চট্টগ্রামে সাত লাখ চার হাজার ৫৯৯ জন, রাজশাহীতে তিন লাখ ৫৫ হাজার ৩৮১ জন, রংপুরে দুই লাখ ৯৩ হাজার ৪২৬ জন, খুলনায় চার লাখ ৯০৬ জন, বরিশালে এক লাখ ৫১ হাজার ৯৩১ জন এবং সিলেটে এক লাখ ৯৭ হাজার ৬৬ জন আছেন।

 

সোমবার টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ৬৯ হাজার ৬৩৫ জন আর নারী ৪৬ হাজার ৬৬৫ জন। এই দিন বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৪ লাখ ১৩ হাজার ৮৯২ জন টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

 

 

এমকে


মন্তব্য
জেলার খবর