সাকিব একবারে বিরতি নিক : সুজন

০৯ মার্চ ২০২২

দক্ষিণ আফ্রিকা সফরের আগে আলোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশ্য আলোচনার জন্ম দিয়েছেন তিনি নিজেই। দল ঘোষণার পর হঠাৎ করে জানালেন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এ জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না।

 

সাকিবের এমন মন্তব্যের পর চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ প্রকাশ করেন বোর্ড প্রধান। এবার বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনও জানালেন তার মতামত। তার মতে, সাকিব না খেলতে চাইলে সরাসরি জানিয়ে দিক। একবারে বিরতি নিয়ে নিক। সাকিবের এমন খাম-খেয়ালি আর চলতে দেওয়া যায় না।

 

খালেদ মাহমুদ বলেছেন, ‘এখন ফুলস্টপের সময় চলে এসেছে। যথেষ্ট হয়েছে। আপনি বিসিবিকে চালাতে পারেন না। চাইলেই কেউ বলতে পারে না যে আমি খেলব কিংবা খেলব না। কেউ যদি খেলতেই চায়, তাহলে ঠিকমতো খেলতে হবে। যদি খেলতে না চায়, তাহলে বলে দিতে হবে। যদি বিরতি চায়, তাহলে একবারে বিরতি নিক। কেউ তাকে আটকাবে না। প্রেসিডেন্টও বলতে চেয়েছিলেন এভাবে। হয়তো বা তিনি একটু আস্তে বলেছেন। আমি একটু জোরে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর