মন্তব্য
শুধু সেনা পাঠিয়ে সীমান্তেই নয়, হ্যাকার দিয়ে ভারতের বিদ্যুৎ ব্যবস্থাও এলোমেলো করে দিয়েছিল চীন। তাদের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, পেট্রো শোধনাগার, এমনকি পরমাণু শক্তি কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করেছে চীনা হ্যাকাররা। ভয়ঙ্কর ভাইরাস ঢুকিয়ে এলোমেলো করতে চেয়েছে ব্যবস্থাগুলো।
সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা ‘রেকর্ডেড ফিউচার’। ‘রেকর্ডেড ফিউচার’-এর দাবি, সীমান্ত সংঘর্ষ শুরুর পর ভারতকে হাতে নয়, ‘ভাতে’ মারার সিদ্ধান্ত নেয় চীন। সীমান্তে সংঘাত চলার মধ্যেই ভারতের প্রায় সর্বত্র বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে ঝাঁকে ঝাঁকে ভাইরাস (ম্যালওয়্যার) ঢুকাতে থাকে চীনা হ্যাকাররা।
আনন্দবাজার পত্রিকা ও নিউইয়র্ক টাইমস