সারাদেশে ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৭৭৩ জনের। মঙ্গলবার ( ২ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। শুক্রবার বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। শুক্রবার টিকা দেওয়া হয় না।
স্বাস্থ্য অধিদফতর জানায়, টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন ও নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। মঙ্গলবার টিকা নিয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৮০ জন। এর মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ৪২ হাজার ৫৯৩ জন, ময়মনসিংহে ৩ হাজার ৮৭০ জন, চট্টগ্রামে ২১ হাজার ৪৭০ জন, রাজশাহীতে ১০ হাজার ৮৪৮ জন, রংপুরে ১০ হাজার ৩৫৪ জন, খুলনায় ১৬ হাজার ৫৭০ জন, বরিশালে ৪ হাজার ৩০৬ জন ও সিলেট ৪ হাজার ৬৬৯ জন রয়েছেন। টিকা নেওয়ার জন্য এই দিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন।
এমকে