মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৮৫ জনের। এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৮৭৩ জন। করোনা শনাক্তের হার চার দশমিক ৩১ । সোমবার ( ১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জনের। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৫৭ হাজার ৫৯৭টি। শনাক্তের হার ১৩ দশমিক ৪৮।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৭৪৮টি,পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৭০টি। মৃতদের মধ্যে পুরুষ ৪ জন আর নারী ৪ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৪ জন, আর চট্টগ্রামে ৪ জন রয়েছেন। এরা সবাই হাসপাতালে মারা গেছেন।
এমকে