মন্তব্য
‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়ার সময় প্রথম প্রেম জীবনে এসেছিল। আমরা খুব ওপেন রিলেশনশিপে ছিলাম। আমার ভালো লেগেছিল, আম্মুকে বলেছিলাম। আম্মু বলেছিল, তুমি দেখ যদি ভালো লাগে তাহলে আমরা কথা বলব। সাত বছর সম্পর্ক ছিল, তারপর ব্রেকআপ হয়ে গেছে। এখন আমি পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, আর সম্পর্কে জড়াতে চাই না।’
সম্প্রতি সময় টেলিভিশনের সেলিব্রেটি শো ‘অতঃপর আমি’-তে অংশ নিয়ে মডেল, উপস্থাপিকা ও চিত্রনায়িকা জাহারা মিতু আড্ডার ছলে এসব তথ্য জানান।
আলাপকালে নবাগত এ চিত্রনায়িকা আরও জানান, মিতুর ক্রাশ ‘গান’। ‘কবিতা’ তার প্রেমিক। পুরো জীবনটাই তার প্রাপ্তি। ২০২১ সালে বিয়ের ইচ্ছা থাকলেও এ মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। জীবনের শেষদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চান এ অভিনেত্রী।