মন্তব্য
সোমবার বিচারের জন্য ভিডিও লিংকের মাধ্যমে রাজধানী নেপিডোর একটি আদালতে হাজির করা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সূ চিকে। গত ৩ ফেব্রুয়ারি সূ চির বিরুদ্ধে মামলা করে সামরিক সরকার।
রাজধানী নেইপিদোতে জান্তা সরকারবিরোধী মোটরর্যালি বের করেন বিক্ষোভকারীরা। এ সময় অবিলম্বে দেশটির নেত্রী অং সান সূচির মুক্তির দাবির পাশাপাশি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।