জয়ের লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকা যাবেন তামিম

০৯ মার্চ ২০২২

নিজেদের মাঠে প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা খুব কঠিন। নিজেদের দুর্গে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী তারা। সেক্ষেত্রে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে সেসব নিয়ে আপাতত ভাবছেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। জয়ের বিশ্বাস নিয়েই দক্ষিণ আফ্রিকায় উড়াল দিতে চান।

 

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অতীত সফরগুলোও হতাশার। একবারও প্রোটিয়াদের মাঠে জিততে পারেনি লাল-সবুজের দল। পুরোনো এ তিক্ততা নিয়েই আরেকবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল।

 

তবে এবার দক্ষিণ আফ্রিকার দুর্গ ভাঙার আত্মবিশ্বাসটা কিছুটা বেশিই বাংলাদেশের। যেমনটা শোনালেন অধিনায়ক তামিম।

 

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাকে তামিম বলেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই আমরা জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা যাব। সঙ্গে এটাও সত্যি যে, এটা অনেক কঠিন হবে। সেখানে আমাদের রেকর্ড ভালো নয়। তবুও রেকর্ড জিনিসটাই এমন যে, যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে।’

 

এরপর তামিম বলেন, ‘আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তো আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। এর জন্য যা যা করার দরকার তা করব। তারপর যদি ফল আমাদের পক্ষে আসে তাহলে খুব ভালো। যদি না আসে আমরা আবারবো কঠিন পরিশ্রম করব।’

 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের প্রসঙ্গ টেনে অধিনায়ক আরো বলেন, ‘এর অসাধারণ উদাহরণ হচ্ছে নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা অনেকদিন কোনো ফরম্যাটেই ভালো খেলিনি। আামরা ওই জিনিসটা পরিবর্তন করতে পেরেছি। আমরা চেষ্টা করব যে রেকর্ডটা দক্ষিণ অফ্রিকায় আছে সেটা পরিবর্তন করতে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর