মন্তব্য
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পুলিশ সদস্যকে পেটানোর কথা উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ বলেছেন, পুলিশ কারও প্রতিপক্ষ নয়। তাহলে কেন সব সময় পুলিশকে প্রতিপক্ষ বানানো হয়? পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ অনুষ্ঠানে এই কথা বলেন। সোমবার (১ মার্চ) মিরপুর ১৪ নম্বর স্টাফ কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।
পুলিশ প্রধান বলেন, পুলিশ জনগণের সেবক। জনগণের নিরাপত্তায় সব সময় তৎপর রয়েছে। পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে কাজ করছে। তিনি বলেন, রোববার (২৮ ফেব্রুয়ারি) পুলিশকে পেটানোর এই ঘটনায় কোন রিফ্লেকশন হয়নি। এ বিষয়টি নিয়ে কেউ কোনও কথা বলেনি। যারা এদেশে বেশি বড় হয়ে এদেশের বুকে ছুরি মারতে চায়, তাদের মুখে ছাই দিতে চায় শৃঙ্খলা বাহিনী।
এমকে