আরও ১ লাখ ৮০ হাজার টন চাল আমদানির উদ্যোগ

০২ মার্চ ২০২১

বাজারে চালের দরে স্থিতিশীলতা আনতে বেসরকারিভাবে আরও একলাখ ৮০ হাজার টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শর্ত সাপেক্ষ দেশের ৫৭ ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে  এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমতির এই চিঠি সোমবার (১ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে শর্ত সাপেক্ষ  ৩২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।

 

শর্তে বলা হয়েছে— সর্বোচ্চ পাঁচ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট বাসমতি নয়— এমন সিদ্ধ চাল আমদানি করা যাবে।আগামী ১১ মার্চের মধ্যে এলসি খুলতে হবে। এলসি খোলা সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে খাদ্য মন্ত্রণালয়কে  ই-মেইলে জানাতে হবে। এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে। বরাদ্দ অতিরিক্ত আইপি (ইম্পোর্ট পারমিট) ইস্যু করা যাবে না। আমদানিকৃত চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত ও বাজারজাত করা যাবে না। প্লাস্টিকের বস্তায় এই চাল বিক্রি করতে হবে। নির্ধারিত সময়ে এসি খুলতে না পারলে বরাদ্দ আদেশ বাতিল হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর