রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৬১ শতাংশ

০২ মার্চ ২০২১

গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৬১ শতাংশ। প্রবাসীরা এই বছরের ফেব্রুয়ারিতে পাঠিয়েছেন ১৭৮ কোটি ডলার, গত বছরের ফেব্রুয়ারিতে পাঠিয়েছিলেন ১৪৫ কোটি ডলার । এই তথ্য তুলে ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

 

প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সে বৈদেশিক মুদ্রার রিজার্ভ  ৪৪ দশমিক ১২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বাংলাদেশে। রিজার্ভের এই অঙ্ক এখন পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৬৮ কোটি ডলার।  এর আগের বছরে একই সময়ে এসেছিল এক হাজার ২৪৯ কোটি ডলার। গত আট মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ। গত জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার। আগের বছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা। গত বছরের জানুয়ারির তুলনায় এই বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স বেড়েছে ২ হাজার ৭২০ কোটি টাকা।

 

এমকে


মন্তব্য
জেলার খবর