নদীতে বালু উত্তোলন, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

০২ মার্চ ২০২১

ছাতক(সুনামগঞ্জ)সংবাদদাতা

সুনামগঞ্জের ছাতকে পিয়াইন নদীর গোয়ালগাঁও পয়েন্ট থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নিজেদের বসতবাড়িতে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। কবরস্থান ও রাস্তাসহ কিছু স্থাপনা নদী গর্ভে বিলিন হওয়ায় ভাঙন আতঙ্কও রয়েছে তাদের মধ্যে। প্রতিকার চেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল)সহ সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ শতাধিক মানুষ। কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠেছে।

এলাকাবাসী জানায়,সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন চলছে এই কর্মযজ্ঞ। এই বালু কাঠের নৌকা, বাল্কহেড ও ইঞ্জিন চালিত নৌকা বোঝাই করে অন্যত্র বিক্রি করা হচ্ছে। ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী ও গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়া জানান, বালু উত্তোলন করায় আমার বাসভবনের মেঝে এবং দেয়ালে ফাটল ধরেছে। ভবনটি ঝুঁকিপূর্ন হয়ে পড়ায় বাধ্য হয়েই পরিবার-পরিজন নিয়ে ছাতক শহরে বসবাস করতে হচ্ছে আমাকে। শুধু তাই নয়, আমার বাড়ির সামনের রাস্তাটি নদী গর্ভে বিলিন হওয়ায় বর্তমানে পথচারিরা বাড়ির ভেতর দিয়ে চলাচল করছেন। এছাড়া গ্রামের অসহায় কয়েকটি পরিবার নদী ভাঙনের কবলে পড়ে ভিটামাটি হারিয়ে নিঃস্ব হয়েছে।একই গ্রামের আরেক বাসিন্দা সামছুজ্জামান রাজা জানান, গ্রামের কবরস্থানটি নদী গর্ভে চলে যাওয়ায় আমরা শঙ্কিত  রয়েছি।  উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রহমান জানান,  অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে  শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। 

 

এআরএম/এমকে
 


মন্তব্য
জেলার খবর