মায়ের জন্য শখের গাড়ি বিক্রি করলেন শাহাদত

০২ মার্চ ২০২১

১৬ মাস আগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় পেসার শাহাদাত হোসেনকে। গত জাতীয় লিগে সতীর্থের গায়ে হাত তোলার অপরাধে নিষিদ্ধ করা হয় তাকে। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। 

আবারও আগামী মার্চের শেষে শুরু হতে যাচ্ছে জাতীয় লিগ। এ লিগে খেলতে চেয়ে আবেদন করেছেন তিনি। ক্যান্সারে আক্রান্ত শাহাদতের মা। মায়ের চিকিৎসার জন্যই মূলত খেলতে চান তিনি। ইতোমধ্যে মায়ের চিকিৎসার জন্য তার শখের গাড়িটিওবিক্রি করে দিয়েছেন।

সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে শাহাদাত জানান, ‘২০১৭ সালে হঠাৎ করে মা ক্যান্সারে আক্রান্ত হন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল তার জরায়ু ক্যান্সার। তখন চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়েছিলেন মা। লকডাউনের সময়টাতে মা আবারও অসুস্থ হয়ে পড়েছেন। প্যারালাইজড হয়ে গেছেন। বর্তমানে তার ক্যান্সার থার্ড স্টেজে আছে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর